Home অর্থনীতি আজ একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর প্রতিষ্ঠা বার্ষিকীসহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল...

আজ একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর প্রতিষ্ঠা বার্ষিকীসহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন সাহেবের জন্মদিন

প্রতিনিধি বার্তা বাংলাদেশ ২৪ ডটকম

0

আজ (১০অক্টোবর) জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিনের জন্মদিন। জনাব বেলাল উদ্দিন এর জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন বিনোদনটংগী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তার জন্ম, শৈশব কৈশোর বিনোদন টংগীতে কাটলেও পরবর্তী সময়ে তিনি কর্মজীবনের সুবাধে বিভিন্ন জেলায় পরবর্তীতে কুমিল্লার কুটুম্বপুর গ্রামে প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেকেও স্থায়ীভাবে গড়ে তুলেন।

জনাব বেলাল উদ্দিন সম্পর্কে তার এক বাল্যবন্ধু বলেন,
পাঁচ বছর কাল তার সাথে থেকে দেখেছি মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা। অসহায় মানুষের জন্য তার সাহায্যের হাত সব সময়ের জন্যই উন্মুক্ত। মসজিদ মাদ্রাসা এতিমখানা ধর্মীয় সকল প্রতিষ্ঠান গুলোতে তার দানের পরিমান অতুলনীয়।
আজ (১০অক্টোবর) জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিনের জন্মদিন। জনাব মোঃ বেলাল উদ্দিন এর জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন বিনোদনটংগী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তার জন্ম, শৈশব কৈশোর বিনোদন টংগীতে কাটলেও পরবর্তী সময়ে তিনি কর্মজীবনের সুবাধে বিভিন্ন জেলায় পরবর্তীতে কুমিল্লার কুটুম্বপুর গ্রামে প্রতিষ্ঠানের পাশাপাশি নিজেকেও স্থায়ীভাবে গড়ে তুলেন।

জনাব বেলাল উদ্দিন সম্পর্কে তার এক বাল্যবন্ধু বলেন ৮ বছর কাল তার সাথে থেকে দেখছি মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা। অসহায় মানুষের জন্য তার সাহায্যের হাত সব সময়ের জন্যই উন্মুক্ত। মসজিদ মাদ্রাসা এতিমখানা ধর্মীয় সকল প্রতিষ্ঠান গুলোতে তার দানের পরিমান অতুলনীয়।

নিজের জন্য মিতব্যয়ী এই মানুষটির দানের হাতটা এতোই প্রশস্ত যে সবসময় মানুষকে দান করতেই পছন্দ করেন। তার সারাক্ষণের চিন্তা চেতনায় যেমন কাজ আর কাজ তেমনি হত দরিদ্র মসজিদ মাদ্রাসা নানান সামাজিক কর্মকান্ড নিয়েও তাকে ব্যস্ততা।

বাল্যকালের বন্ধুটি আরও বলেন, খুব গভীর ভাবে লক্ষ্য করে দেখেছি , নৈতিক চিন্তা ভাবনা পরোপকারিতা ছাড়া তার মাথায় অনৈতিক কিংবা অপ্রয়োজনীয় কোন চিন্তা ভাবনা বিন্দুমাত্র কাজ করেনা।

সামাজিক সকল কাজে তার দান। সমাজের স্বর্বস্তরের মানুষের সাথে সু সম্পর্ক, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান তার সুবিশাল ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক দেখাশোনা, রাজনৈতিক কর্মকান্ডের সময় দেওয়া, পারিবারিক সকল দায়িত্ব পালনে বন্ধু বেলাল উদ্দিন খুবই দায়িত্বশীল।

নিজের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বিনোদটঙ্গী সমাজকল্যাণ সংঘ (গভ: রেজিষ্ট্রেশনকৃত) প্রতিষ্ঠান থেকে নানামুখী অনুদান বছরে বছরে তিনি দিয়ে যাচ্ছেন। এলাকায় মসজিদ মাদ্রাসাতেও তার দান সুদুর প্রসারী।

অসহায় মানুষের পাশে সবসময় সাহায্যের হাত বাড়ানো, বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য প্রদান, ঈদ উৎসবে দরিদ্রদের মাঝে ঈদ প্যাকেজ বরাদ্দ, নানামুখী পদক্ষেপ, নিজের গড়া হাফেজিয়া মাদ্রাসায় সার্বিক সহযোগিতা, মাদ্রাসার ভবন নির্মাণ, মাদ্রাসার শিক্ষকদের বেতন প্রদান, ছাত্রদের মাঝে উপবৃত্তি প্রদান, পরপর কয়েকবার দাখিল মাদ্রাসার সভাপতি থেকে ব্যাপক ভাবে মাদ্রাসার উন্নয়ন, মাদ্রাসায় জমি দান এতসব একা এই মানুষটিকে দেখেছি অনায়াসে হাসিমুখে নিরলস ভাবে করে যেতে।

অসংখ্য গুনের অধিকারী আলহাজ্ব মো: বেলাল উদ্দিন সাহেবকে সারা বাংলাদেশের বিশেষ করে মৎস্য সেক্টরের নব্বই শতাংশ মানুষ এক নামে চিনেন। কারণ তিনি একাধারে ষোলটি বছর আমেরিকান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ানদের সাথে একযুগে মৎস্য সেক্টরকে উন্নত করার প্রয়াসে রাতদিন কাজ করে গেছেন এবং এখন পর্যন্তও নিরলস ভাবে দেশের আঠারো কোটি মানুষের আমিষের চাহিদা মিটাতে কাজ করে যাচ্ছেন।

এদেশের মানুষ যখন কল্পনাও করেনি যে কৃতিম প্রজনন ঘটিয়ে অধিক হারে মাছ উৎপাদন বাড়ানোর কৌশল অবলম্বন করে মানুষের আমিষের চাহিদা মিটানো সম্ভব ঠিক তখন আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন সাহেব আমেরিকান সংস্থা ইউনাইটেড গ্রুপে একজন সুদক্ষ টেকনিশিয়ান চীফ হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে এদেশের সর্বস্তরের মানুষের মাঝে মাছের কৃতিম উৎপাদন কৌশল পৌঁছে দিতে মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন এর কাজ শুরু করেন। সেই থেকে ২০০৬ সালে কুমিল্লা জেলায় চান্দিনা থানাধীন কুটুম্বপুর হাইস্কুল সংলগ্ন সুবিশাল এলাকাজুড়ে প্রতিষ্ঠা করেন একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারী ।

আজ সারা দেশে একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারী এক যুগান্তকারী সফলতা বয়ে এনেছে যার কারণে আজ দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি লাখ লাখ মানুষের কর্ম সংস্থান হয়েছে। লাখ লাখ হেক্টর অনাবাদি জমি জলাশয় কাজে লেগেছে। দেশে সুফল এসেছে।

আমি আমার প্রিয় বন্ধু মানব হিতৈষী এই মহান মানুষটির আত্মত্যাগের কথা কখনই লিখে শেষ করতে পারবো না। আমার দৃষ্টিতে দেখা এমন মানুষ বিরল। আমি তাহার জীবনের পরিপূর্ণতা তাহার শ্রম ও জ্ঞানের আলোর সফলতা উন্নত জীবন মহৎ জীবন এবং আদর্শ জীবনের প্রত্যাশা করি।

এমন মানুষ যুগেযুগে আসুক অসহায় মানুষের মাঝে। আল্লাহ তাকে তার মনের পরিপূর্ণতা দিক তাকে সুদীর্ঘ কাল আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক।
প্রত্যাশায় ও ঈদুল আজহার শুভেচ্ছায় Noor Chowdhury

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version