লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। উক্ত হামলায় আরও ১৯ ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি উঠে আসে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থল হামলায় অংশ নিতে দক্ষিণ লেবাননে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই হয় ইসরায়েলি সেনাদের আর এতে পাঁচজন ইজরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি ১৯ জন আহত হয়েছে।
হতাহতরা সবাই ৮নং আর্মড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এরমধ্যে মাওরি নামের এক সেনা ব্যাটালিয়নের উপকমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।