জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নাসিমা আক্তার নামে এক ইউপি সদস্য গর্ভবতী না হয়েও নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তোলে নিচ্ছেন। নিজের সঠিক তথ্য গোপন করে পাথর্শী ইউনিয়নের এই ইউপি সদস্য এমন কাজ করছেন বলে প্রমান পাওয়া গেছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালে মাতৃ এবং শিশু সহায়তা দুটি কর্মসূচিকে (দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং শহর অঞ্চলের কর্মজীবী ল্যাকটেটিং মাতৃভাতা) মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) চালু হয়। মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতার জন্য সুবিধাভোগীদের জন্য বেশ কিছু নিয়ম নীতি রয়েছে যে নিয়মে অভিযুক্ত নারী ইউপি সদস্য কোনোভাবেই মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতী ভাতা পাওয়ার যোগ্যতা রাখেন না।
দরিদ্র মা সেজে নিজের ব্যক্তিগত সব তথ্য জাতিয়াতি করে নিয়মিত মাতৃত্বকালীন ভাতা তুলেছেন উপজেলার পাথর্শী ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ আসনের ইউপি সদস্য হাড়িয়াবাড়ী গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমা আক্তার।
এ ব্যাপারে অভিযুক্ত ভাতাভোগী ইউপি সদস্য নাসিমা আক্তার অভিযোগ স্বীকার করে বলেন, ইউপি সদস্য হয়ে কাজটি করা আমার ঠিক হয় নাই। অপরাধী হিসেবে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন সেটাই মাথা পেতে নেব।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা খাতুন জানান, মাতৃত্বকালীন ভাতাভোগীর ইউপি সদস্যের অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।