Home অন্যান্য শিল্পী ফাহমিদা নবীর সমসাময়িক চিন্তা চেতনা

শিল্পী ফাহমিদা নবীর সমসাময়িক চিন্তা চেতনা

ফাহমিদা নবীর আইড়ি থেকে নেয়া

0

কেউ আসলে কাওকে কিছু করে দিতে পারেনা!
করতে হয় নিজেকেই।
তাই পরিশ্রম, একাগ্রতায় আর
কারো কাছে কিছু প্রত্যাশা
না রেখে নিজের কাজটা
মনেযোগের সাথে করে যাও।
প্রত্যাশা মানুষকে পিছিয়ে দেয়।
প্রত্যাশায় কাজ হয়না,
অপেক্ষা কমেনা, সময়ের অপচয়।
ভালোবেসে যে কাজই করেছি
নিজে উঠে দাড়িয়ে ,সেই কাজই আমাকে
দিয়েছে দু’পা সামনের দিকে এগিয়ে।
বারবার প্রমান পেয়েছি।তাতেই বিশ্বাস
দৃঢ় হয়েছে নিজের কাজ নিজে করলে
কতোটা স্বচ্ছ এবং সঠিক হয় ।
সফলতা একেকজনের কাছে একেক রকম।
যেমন আমার কাছে ভালো কাজ এবং সংগ্রামে
মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সফলতা।
একজন সফল মানুষ যখন একাই কাজ গুছিয়ে আনতে চেষ্টা করে তখনই তাঁর পথটা ভালোর দিকে আগায়। কারন মানুষ পুঁড়ে পুঁড়ে খাঁটি হয়।
আর খাঁটি মানেই মনুষ্যত্বনির্ভর আত্মনির্ভরশীল মানুষ…
ফাহমিদানবী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version