আঙিনার পরে চিকচিক করে
একফালি চাঁদের আলো
আমি কূড়াই আঁচল ভরে রাখি যতন করে
আহা! তোমার স্পর্শরা কত যে ভালো!
বেলী ফুল ঝরে ডালায় ভরে ভরে গাঁথি মালা রোজ
এলেনাতো আর দিলেনাতো দেখা
নিলেনা শতাব্দীতেও আমিটার খোঁজ।
পথের কিঞ্চিত দেখা
পথেই করেছ শেষ কেন নাহি জানি,
যুগযুগ প্রত্যাশারত আহত পাখির মত
কত দূরদেশ পানে চেয়ে থাকি আমি।
কত ঝড় এলোগেলো কত রাত ভোর হলো
কত ফুল রঙ বেরঙে উদ্যানেতে ঝরে,
কত ব্যথার রাহাজানি কেউ জানেনা আমি জানি
কত পাখি কুঞ্জবনে গুঞ্জরিয়া মরে।