Home অন্যান্য বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়েরের এভারেস্টে বিশ্ব রেকর্ড

বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়েরের এভারেস্টে বিশ্ব রেকর্ড

ডেস্ক রিপোর্ট

0

বাংলাদেশের তাম্মাত বিল খয়ের বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে মাত্র ৩০দিনে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প জয়ের বিশ্ব রেকর্ড গড়েন। একই সাথে তিনি ৪টি পর্বত ও ৩টি পাস পাড়ি দিয়েছেন বলে নিশ্চিত করেন তার ফেইসবুক ভেরিফাইড পেইজে।

বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশিত করে বলেন, সাইকেলে এভারেস্ট জয় খুব সহজ ছিলোন। আমাকে অসংখ্যবার মৃত্যুর মত ঝুকিপূর্ণ পথ পেরোতে হয়েছে। প্রচন্ড ঠান্ডা বাতাসে কাবু করে ফেলেছে বারবার।

তিনি বলেন, সবে মাত্র সবে মাত্র ২ হাজার ফিট আরোহন করেছি হঠাৎ পায়ে প্রচন্ড চুট লাগলে মানসিক ভাবে ভেংগে পড়ি। ফের নিজে থেকেই সাহস যোগিয়ে প্রচন্ড সাহসিকতায় পথ পাড়ি দিতে থাকি। বস্তুত সাইকেলে এভারেস্ট জয় যতটা সহজ ও আনন্দের ভেবেছিলাম বাস্তবে ততটাই কঠিনতর হয়েছে।

তাম্মাত বিল খয়ের জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিতেই আমার এই দূর্গম পথ অতিক্রম করা। ইনশাআল্লাহ সকলের অশেষ দয়ার বরকতে রেকর্ড ভাঙ্গা হয়নি, তৈরি করতে পেরেছি। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতিমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক শেষ করেছেন। লম্বা সময় ধরে সাইক্লিং করে তাম্মাত শারীরিকভাবে কিছুটা দূর্বল হয়ে পড়েছেন।

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে বিশ্ব রেকর্ড গড়লেন তরুণ এই সাইক্লিস্ট। এর আগে একি সফরে কোনো সাইক্লিস্ট একি সাথে এই ৮ অর্জন ছুঁতে পারেননি।

সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার, মা গৃহিণী নুরজাহান বেগম। ছয় ভাই, এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

তাম্মাত বাংলাদেশের চট্টগ্রামের একজন জনপ্রিয় সাইক্লিস্ট। বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত সাত বছরে তিনি নিজেকে একজন প্রভাবশালী সাইক্লিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

দেশের ৬৪টি জেলায় সাইকেলে ভ্রমণ করে এরই মধ্যে রেকর্ড করেছেন এই তরুণ। প্রথম বাংলাদেশি হিসাবে নেপালের ইস্ট ওয়েস্ট হাইওয়ে সাইক্লিং অভিযান সম্পূর্ণ করেছেন তিনি। ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কভার করে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইক্লিং অভিযানেও অংশ নেন চট্টগ্রামের এই তরুণ।

এছাড়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সড়ক হেঁটেছেন তাম্মাত। প্রতিযোগিতামূলক খেলায় তিনি বাংলাদেশ তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, বাংলাদেশ গেমস ২০২০ এ রৌপ্য এবং ২০২২ সালে ৪১তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্রোঞ্জ জিতেছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version