Home অন্যান্য নিরাপত্তা হুমকিতে সমন্বয়করা, নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

নিরাপত্তা হুমকিতে সমন্বয়করা, নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

অনলাইন ডেস্ক

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। সুত্র মতে, সকল সমন্বয়কগণ নিরাপত্তার হুমকিতে রয়েছেন।

শনিবার বিকেল থেকে সহ-সমন্বয়ক খালেদ হাসান রয়েছেন নিখোঁজ রয়েছেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে।

নুসরাত তার পোস্টের মাধ্যমে আরও জানান, সবাই যেন যার যার অবস্থান থেকে খালেদের খোঁজ চালায় সে জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন তিনি। এবং খালেদের কোনো তথ্য জানা থাকলে তা জানাতেও বলেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version