Home গণমাধ্যম ক্ষয় লয় ভয় – মৃত্যুহীন আপোষে

ক্ষয় লয় ভয় – মৃত্যুহীন আপোষে

হাসিদা মুন কবি ও সাহিত্যিক

0

দয়িত আমার …
দ্রুত ছুটে চলা প্রত্যুষ আর সূর্যরশ্মি ডোবার প্রাক্কালে
তোমাকেই দিবো শত সম্ভাষণ
ফুলের ভাষায় চুপকথা বলবোনা- ফুলের সম্মেলনে …

শুস্ক ধরণী তেষ্টায় শুঁয়োপোকা হয়ে কষ্টের বুকে হাঁটে
শব্দ শিখেছি নতুন ভোরে – ভ্রমরের কাছে
যে কিনা ভালোলাগার ভায়োলিনে
বাঁজায় মূর্ছনা সূর্যের উত্তাপে
কাঁপে তবুও আত্মা কাঁপে
প্রাপ্তির দাপটে
কারণ সেতো বুক -অনুরাগে উম্নুখ …

উদ্দাম গতিতে ছোটে মন
মীড় ছন্দহীন দৈনন্দিন ঢেউ তোলা সুপারসনিক অন্তরে
কখনো সেও ক্রমাগত নিস্প্রভ হয়
উড়োউড়ি করা বাতাসে
তবুও বন্ধুত্বের বলয়ে আসে
প্রলয়
ক্ষয়
লয়
মানেনা মরণ …

মরণ যদিও আসে
তবুও প্রণয়ের বসবাসে
দীর্ঘশ্বাস- দীর্ঘতর হয়
প্রতিনিয়ত দীর্ঘ বানাবে বলেই
আরও আসে অনুস্মরণ ভালবাসার জ্যোতির্ময় বৃত্তে
এক কমনীয় গোলাপ আজও ফোটে
মনের বাগানে বিছানো পাতায়
বসন্ত ফিরে আসে ধূসর ঘাসে
হায় ! তা কি ফেরানো যায় …
একাকী কোথায় ছেড়ে যাবো তারে ?

দুর্মূল্যের ডকে’ কিছু স্বপ্ন এখনো উড়োউড়ি করে নিভৃতে
আবেগের আবেশ কম্পাঙ্কে নীল স্রোত ছড়ায়
বহুভুক দাবানলে কমনীয়তা হার মানে
বেগুনী রশ্মির উৎপাতে উচ্ছনে যায় পেলবতা
যদিও হৃদয়ের নিবেদন
নীরবে চিরকাল জেগে থাকে …

চলো বন্ধুত্বের দ্বিধাহীন চিত্তে
শেষ গোলাপটিকেও পুস্পিত করি ভালোবেসে
ক্ষয় – লয়- ভয় – মৃত্যুহীন আপোষে ……

*
ক্ষয় লয় ভয় – মৃত্যুহীন আপোষে
Hasida Moon

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version