Home অন্যান্য জামালপুর ব্রহ্মপুত্র নদে তিন ছাত্রের মৃত্যু

জামালপুর ব্রহ্মপুত্র নদে তিন ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

0

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। (রোববার ২৯ ডিসেম্বর)  বিকালে শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার শহরের ছনকান্দা এলাকার কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে সবাই উঠে এলেও তিনজন সাতার না জানায় পানিতে ডুবে যায়।

তারা হচ্ছে- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের পুত্র আফিফ আহমেদ, তপন আহমেদের পুত্র ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের পুত্র রওশন আহমেদ। তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে দশম শ্রেণি, ইয়ামীন জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি এবং আফিফ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার শহরের ছনকান্দা এলাকার কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে পার্শ্ববর্তী বহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় গোসল সবাই শেষে নদ থেকে উঠে এলেও রাহি, তার চাচাতো ভাই আফিফ ও তাদের ফুফাতো ভাই রুশান নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে।

মৃতের স্বজনরা জানান, বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রুশান। দুপুরে দুই মামাতো ভাই তাজিন ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫ জন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ফায়ার সার্ভিস এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় ৫ জন নিখোঁজ হয়। দুজন তীরে সাঁতরে উঠলেও সাঁতার না জানায় নিখোঁজ হয় ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টার পর বিকালে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। মৃতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version