সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডালিম ইস্যুর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি অ্যাডভোকেট মিঠুন সাহা নামের একটি পেজ থেকে করা হয়। ১৪ ঘণ্টা আগে করা এই পোস্ট সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল।
ডালিমের প্রতি ক্ষুব্ধ হয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন এই আইনজীবী। সামাজিক মাধ্যমে পোষ্ট করা এক ভিডিওতে তিনি এ ঘোষণা দেন।
ডালিমের বিরুদ্ধে অ্যাকশনের কথা উল্লেখ করে তিনি বলেন, ডালিমের বিরুদ্ধে অ্যাকশনে না গেলে, এই ডালিম দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই ডালিমের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। ডালিম একটা কিছু বলবে আর সেটা সত্য হয়ে যাবে। তিনি হচ্ছেন সাধুবাবা; এমনটা যদি হয় তাহলে ডালিম যা বলেছে সেটি সত্যি হবে। ডালিমের বিরুদ্ধে আমি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এভাবে হতে পারেনা একটা মানুষ ঢালাওভাবে মিথ্যা কথা বলবে আর সবাই শুধু বিশ্বাস করবে তাহলে আইনটি কোথায়?
এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ডালিমের বিরুদ্ধে মামলা করব। ডালিমকে আমি ছাড়বো না। তিনি বুঝুক মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার। মিথ্যা কথা বলে যে পার পাওয়া যায় না, মিথ্যা কথা বলে যে ভালো থাকা যায় না, মিথ্যা কথা বলে যে শাস্তি পেতে হয়, মিথ্যা কথা বলা যে অন্যায়,সবার জন্য যে আইন রয়েছে এটা বুঝা উচিত।
ঢালাওভাবে বলে যাবে আর তার বিরুদ্ধে কিছু হবে না এটা তো হয় না ভাই। দেখেন আমার এক মেয়ে মক্কেল আছে যার স্বামীর নাম আব্দুল ডালিম। সে আব্দুল ডালিম বলতেছে যে আমি আমার বউকে লুকিয়ে গোপনে বিয়ে করেনি অথচ আব্দুল ডালিম যে আরেকটি বিয়ে করেছে সেটির কাবিননামা আমাদের কাছে রয়েছে।
যেহেতু কাবিননামাটা আছে তার মানে এটি সত্য যে সে বিবাহ করেছে। আর বউ বর্তমান থাকা অবস্থায় আব্দুল ডালিম আরেকটি বিবাহ করেছে। যেহেতু আমাদের আইনে পারিবারিক আইনে বলা আছে, এক স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে গেলে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। আর যদি সেটা না করা হয় তাহলে তার নামে আইন অনুযায়ী মামলা করা যাবে। তাই আমার মক্কেলের সাথে আব্দুল ডালিম যেটি করেছে সেটি সঠিক করেনি।
আব্দুল ডালিমের অপরাধ হলো সে তার বউ থাকা অবস্থায় আরেকটি বিবাহ করেছে, আর বউ থাকা অবস্থায় আরেকটি বিবাহ করলে তার নামে পারিবারিক আইনে মামলা করা যাবে। দন্ডবিধিনুযায়ী তাঁর নামে মামলা করা যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্দুল ডালিমের বিরুদ্ধে আগামীকাল মামলা করব।