রাশিচক্রে শনির দৃষ্টি— তামাটে পৃথিবী
নিষিদ্ধ আজ গাজার তিলোত্তমা নগরী,
পৃথিবীর শরীর বিষে নীল অনুজীবের-বীজে
অন্তরীক্ষে মাতে মরাণাস্ত্র বারুদের উৎসবে।
অর্ধপোড়া চিতার লাশে ভরছে গঙ্গার বুক
ভাসছে ব্যথার স্রোতে স্বপ্নবুনা উঠনের সুখ
শ্মশানে পুড়ছে দরদী আঁচলে মায়ের চিবুক।
ইন্দ্রিয় ভোঁতা হয়ে গেছে নীতিনির্ধারকের
এক মুঠো প্রশান্তির ভোঁজ — পথিকের
মানুষ হেঁটে ফেরে ক্লান্তিহীন বহু দূরগামী পথ
স্নিগ্ধ একফালি চাদের বিকিকিনি হাটে,
লাশের সংবাদ রটে শিমুলিয়া পারাপার ঘাটে
নিষিদ্ধ নগরী আল-আকসায় প্রার্থনা পাঠে।
অক্সিজেন সিলিন্ডারে খাবিখেয়ে দিচ্ছে চুমুক
তবু,মাটির জরায়ুতে খেলছে আগুনের খেলা
নষ্ট বীজে বেড়ে উঠেছে জারজের হিংসুক।
সময়ের হিসাব কষে বিশ্ববিবেক তালমাতাল
যেখানে শিশুরাও ক্ষোভে সংকল্পে উত্তাল,
বিচূর্ণ আয়নায় অরণ্যের প্রতিবিম্ব ভাসবে
এ জরাপৃথিবী একদিন ঠিক জেগে উঠবে
রক্তজলে পাথরের বুকচিরে ফুল ফুটবে ।
নিষিদ্ধ নগরী || রফিকুল ইসলাম
বিশিষ্ট কবি ও সাহিত্যিক