Home সাহিত্য সংস্কৃতি লালমনিরহাটে আজহারীর মাহফিল উপলক্ষ্যে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু

লালমনিরহাটে আজহারীর মাহফিল উপলক্ষ্যে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু

ডেস্ক রিপোর্ট

0

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম।লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে আজ শনিবার জোহরের নামাজের পর আলোচনা করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলকে ঘিরে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাহফিলের ময়দান। সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে। তাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন। মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মো. রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত এ ট্রেনের নতুন কোচ সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া রংপুর বিভাগের আট জেলা থেকে শত শত বাস লালমনিরহাট আসার খবর পাওয়া গেছে। লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার জেলায় আজহারির মাহফিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

‘ইসলামিক সোসাইটি লালমনিরহাট’ নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। এই মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version