Home অন্যান্য লালগালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

লালগালিচায় হেঁটে খাল খনন উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

0

সাঁকোর ওপর দিয়ে বিছানো লাল গালিচা। তার ওপর দিয়ে হেঁটে খাল উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা। মিরপুর-১৩ নম্বর সেকশনের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজ রোববার (২ ফেব্রুয়ারি) ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ছিল। এতে অতিথি হিসেবে অংশ নেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।  

খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন। এরপর তারা ভাসমান এস্কেভেটরে উঠে উদ্বোধন করেন খনন কাজের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  
লাল গালিচায় খালে নেমে উদ্বোধন প্রসঙ্গে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লালগালিচা বিছানো) খেয়াল করিনি।’
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আগে খাল উদ্ধার হয়নি। কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কী? এমনটা মনে হলে আমরা করবোটা কী? আমাদের আট মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version