Home সারা বাংলা ঢাকা ধানমণ্ডি আড্ডায় প্রগতিশীল কথা সাহিত্যিক মিজ রোকেয়া ইসলামের জন্মদিন পালন

ধানমণ্ডি আড্ডায় প্রগতিশীল কথা সাহিত্যিক মিজ রোকেয়া ইসলামের জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট

0

ধানমণ্ডি আড্ডায় মাসিক সাহিত্য শিল্প-সংস্কৃতি বিষয়ক নিয়মিত আয়োজন ও প্রগতিশীল কথা সাহিত্যিক মিজ রোকেয়া ইসলামের জন্মদিনকে ঘিরে নানা আয়োজন।

গত বৃহস্প্রতিবার (৪ ফেব্রুয়ারি) ধানণ্ডিতে শুরু হয় সাহিত্য ও শিল্প-সংস্কৃতি বিষয়ক নিয়মিত মাসিক আসর,ধানমণ্ডি-আড্ডা। আলোচনা শেষে শুরু হয় প্রগতিশীল কথা সাহিত্যিক মিজ রোকেয়া ইসলাম এর জন্মদিনকে ঘিরে কেক কাটা, মালাবরণ, ফুলের ডালাবরণ, জন্মদিনকে ঘীরে নানান উপহার সামগ্রী প্রদানের এক অভিনব আয়োজন।

ধানমণ্ডি বাড়ি নম্বর ১৫, (রুপায়ন হারমনি), রোড নম্বর ০৭ ‘ধানমন্ডি আড্ডায়’ ছিল সাহিত্য-সংস্কৃতির নানা নিয়ে কবি সাহিত্যিক লেখক গল্পকার ও বুদ্ধিজীবীদের ব্যপক উপস্থিতি।

ভাষার মাসে ‘ধানমন্ডি সাহিত্য আড্ডায়’ অনুষ্ঠিত হয়েছিল এবারের দ্বিতীয় আড্ডায় ‘ভাষা ও সাহিত্য সংস্কৃতির নানান দিক নিয়ে আলোচনা কবিতা পাঠ নৃত্য ও গানের মধুর আয়োজন। । নিয়মিত আড্ডা ছাড়াও ছিল বিশেষ ইভেন্ট ও অ্যাপ্যায়ণ সাথে প্রগতিশীল কথা সাহিত্যিক ও প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলামের জন্মদিন উপলক্ষে নানামুখি আয়োজন।

ধানমন্ডি আড্ডা” একটি প্রগতিশীল লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গের মতবিনিময়ের এক কাংখিত আড্ডাস্থল। যেখানে এসে একে অন্যের মাঝে হারিয়ে যায় নিমিষেই  নানা বিষয়ে জ্ঞান অন্নেষণে।

এতশত জ্ঞাণীগুণী বিজ্ঞজনদের আগমন ঘটে যে, শুরুটা কিছু কথা কিছু মত বিনিময় কিছু আড্ডাস্থল হলেও সময়ের পরিক্রমায় এর ব্যপ্তিটা এতটাই বিস্তৃতি লাভ করে যে আর ফিরে যেতে মন চায়না কারও আপন আবাসালয়ে।

জ্ঞানগম্ভির আলোচনা আর আনন্দ আয়োজন গানে গানে নৃত্যে নৃত্যে কবিতা পাঠে পাঠে পুরো আয়োজনটা যে এক সুবিশাল জ্ঞানার্জনের প্রেক্ষাগৃহের রুপ নেয়। সাহিত্যের স্রোত ধারায় হারিয়া যায় মন কার কখন টেরই পাওয়া যায় না।

সম্প্রতি ধানমণ্ডি আড্ডা নামে একটি প্রেক্ষাপট তৈরী হয়েছে যাদের পৃষ্ঠপোষকতায় শ্রদ্ধেয় মুহিত কামাল এর সভাপতি নূর কামরুন নাহার সাধারণ সম্পাদক , তাহমিনা কোরাইশী সাহিত্য সম্পাদক শাহানা শিমু অর্থ সম্পাদক, মানিক মোহাম্মদ রাজ্জাক সহ সভাপতি ও আরও অনেকে।

অনুষ্ঠানটিতে প্রথমে পরিচয় পর্ব পরে উপস্থিত বিশিষ্টজনদের গঠণমূলক আলোচনা বক্তব্য শেষে বিকেলের নাস্তা কফির আয়োজন। এরপর শুরু হয় বরেণ্য লেখক ও কথা সাহিত্যিক প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান সমাজ সেবক সুদক্ষ সংগঠনক মিজ রোকেয়া ইসলাম এর জন্মদিনকে ঘিরে কেক কাটার বাঁধভাঙ্গা আনন্দ আয়োজন।

বস্তুত এই আনন্দ আয়োজনের মাত্রাকে যে সকল বিশেষ কিছু ব্যক্তিবর্গের উপস্থিতি ব্যপকভাবে বিশেষায়িত করে তুলেছিল তাদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ, কবি সানাউল হক, কথাসাহিত্যিক ঝর্না রহমান, প্রবীণ বিষয়ক লেখক হাসান আলী,  এম কামরুল হাসান, কবি লুৎফর চৌধুরী, কবি হাসিদা মুন, সম্পাদক তৌফিক জহুর, লেখক জয়দিপ দে শাপলু, সম্পাদক মাহমুদ নোমান, লেখক কাজী লাবণ্য, কবি শামসুন নাহার, কবি খাতুনে জান্নাত, কবি নিলুফা জামান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জুলফিকার,পুষ্প, আবদুস সালাম, পরিবেশবিদ মামুনুর রশীদ, কবি নিগার সুলতানা, কবি মুসতারি বেগম, কবি বেগম রোকেয়া ইসলাম, কবি শামীম আরা, হুমায়ুন কবির, কবি আনারকলি, কবি নুর এমডি চৌধুরীসহ প্রায় ৬০জন।

পরে শুরু হয় কবি ঝর্ণা রহমানের হাত ধরে অসংখ্য কবিদের উচ্ছ্বসিত আনন্দ করতালিমুখর পরিবেশে প্রিয় লেখিকার মিজ রোকেয়া ইসলাম এর জন্মদিনকে ঘিরে কেক কাটার উৎসব। প্রিয় কবিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অগণিত কবিগণ। পুস্পদান, উপহার সামগ্রী হাতে নিয়ে সেলফিতে সেলফিতে মুখরিত হয়ে উঠে অডিটোরিয়াম।

প্রগতিশীল কবি ও কথা সাহিত্যিক মিজ রোকেয়া ইসলামকে ভালোবাসেননা এমন মানুষ বিরল। প্রিয় কবির সান্নিধ্যে পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অগণিত ভক্তবৃন্দ লেখকগণ, কবি সাহিত্যিকগণ। পরিশেষে ধানমণ্ডি আড্ডা আয়োজন থেকে রাতের ডিনারের আয়োজন করা হয়। ডিনার শেষে প্রফুল্লচিত্তে উপস্থিত সকলেই বিদায় গ্রহণ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version