Home অর্থনীতি ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও সচল আশুলিয়া শিল্পাঞ্চল

ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও সচল আশুলিয়া শিল্পাঞ্চল

ডেস্ক রিপোর্ট

0

ছুটির দিনেও সাভারের আশুলিয়ায় ১৪০০ কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে একটি কারখানার শ্রমিকরা আজ সোমবারও কর্মবিরতি পালন করছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সোমবার সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে টানা কয়েক দিন আশুলিয়ায় কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এক হাজার ৮৩৬টি কারখানার মধ্যে এক হাজার ৪০০ কারখানায় শ্রমিকরা আজ ছুটির দিনেও কাজ করছেন। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে এসেও কারখানা কর্তৃপক্ষের লোকজন না আসায় তারা কর্মবিরতি পালন করছেন।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। দাবি আদায়ে আশুলিয়ায় টানা ১৫ ‍দিনের বেশি সময় ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সেখানকার পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version