বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১৩ টেবিল টেনিস খেলোয়াড় চীনে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ আয়োজন অ্যাডভান্স ট্রেনিং-এর আওতায় প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উন্নত প্রশিক্ষণ গ্রহণ করা টেবিল টেনিস দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংস্থাটির মহাপরিচালক সবার খোঁজখবর নেন।
চীন থেকে প্রাপ্ত উন্নত প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজ নিজ ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ ছাড়া এই প্রশিক্ষণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিকেএসপির মহাপরিচালক।
এর আগে বিকেএসপির টেবিল টেনিস বিভাগের ১৩ সদস্যের দল ৪০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ দলের সদস্যরা ছিলেন- জয় ইসলাম, নাফিজ ইসলাম, আবুল হাসেম হাসিব, মো. তাহমিদুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. মাহাতাবুর রহমান, মুসরাত জান্নাত সিগমা, আসমা খাতুন, নুসরাত জাহান অনন্যা, হাবিবা খাতুন, খৈ খৈ সাই মারমা ও রেশমী।
এ ছাড়া প্রশিক্ষক হিসেবে দলের সঙ্গে ছিলেন বিকেএসপির কোচ ইসরাত জাহান নাহিমা। গত ২৮ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চীনের হুনান প্রদেশের ভোকেশনাল কলেজে প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সি চীনের উন্নত প্রশিক্ষণের সব ব্যয় বহন করে।