Home আবহাওয়া সাজেকে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক

সাজেকে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক

ডেস্ক রিপোর্ট

0

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধে রাঙামাটির ভূস্বর্গ খ্যাত সাজেকে ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে তিন পার্বত্য জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়।

এতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সব যান চলাচল বন্ধ থাকে। যার কারণে সাজেকে শুক্রবার ঘুরতে যাওয়া পর্যটকরা ফিরতে পারেননি, আটকা পড়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, অবরোধের কারণে সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছে। মূলত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, তারাই সেখানে আটকে পড়েছেন। পরিস্থিতি ভালো হলে তাদের ফিরিয়ে আনা হবে, তারা সবাই সুস্থ আছেন।

রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় শনিবার পর্যটকদের কোনো গাড়ি ছাড়া হয়নি। সাজেকে তারা আটকে পড়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা সবাই নিরাপদে ও সুস্থ আছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version