Home বিনোদন ১০০ কোটির ক্লাবে বীর-জারা

১০০ কোটির ক্লাবে বীর-জারা

বিনোদন ডেস্ক

0

বলিউডের অন্যতম সেরা রোমান্টিক চলচ্চিত্র বলা হয় একে। মুক্তির পর থেকে এখন পর্যন্ত কোটি অনুরাগীর হৃদয় ছুঁয়ে যাওয়া ফ্রেম বীর-জারা। যে সিনেমায় অনবদ্য অভিনয় করে শাহরুখ-প্রীতি কালজয়ী জুটি হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউডে। এমনকী মুক্তির ২০ বছর পরে আজও চিরসবুজ বীর-জারা। যার প্রভাব দেখা গেল এর নতুন করে মুক্তিতে।

২০ বছর পূর্তিতে নতুন করে সিনেমার পর্দায় মুক্তি দেয়া হয়েছিল বীর-জারা। আর পুনর্মুক্তি হতেই প্রথম সপ্তাহে এটি আয় করল ১.৭৫ কোটি। যার ফলে বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১০১.৭৫ কোটি।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল বীর-জারা। সেই সময় সিনেমাটির আয় ছিল ৯৭ কোটি। এর মাঝে আরও বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে প্রথম মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে‌ সম্প্রতি ফের বড়পর্দায় মুক্তি দেয়া হয় এটি।

আর এখন বলিউডের অনেক সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে দেড় কোটি রুপি আয় তুলতে হিমশিম খায়। যেখানে শাহরুখ-প্রীতির ম্যাজিক আবারও সিনেমাহলে টানলো দর্শকদের।

যশ চোপড়া পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ও প্রীতি জিন্তা ছাড়াও ছিলেন রানি মুখার্জি, অমিতাভ বচ্চন, দিব্যা দত্ত, কিরণ খের, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানি।

সম্প্রতি পুরনো সিনেমা নতুন করে মুক্তি পাওয়ার একটা ট্রেন্ড লক্ষ করা যাচ্ছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’, ‘টুম্বার’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো।

পুজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’। সেই তালিকায় রয়েছে সত্যজিতের ‘মহানগর’ও। এভাবেই বড়পর্দায় ফিরে আসছে পুরনো সিনেমার মজা। যে সময় ঝকঝকে মাল্টিপ্লেক্স ছিল না। ছিল না ডিজিটাল ডলবি সাউন্ড। কিন্তু যে সিনেমাগুলো ভারতীয় চলচ্চিত্রের সম্পদ সেগুলো ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে। আর মন জিতে নিচ্ছে সিনেপ্রেমীদের। বীর জারা মুক্তি পাওয়ার পর বহু অনুরাগী ‘ওম শান্তি ওম’ ও ‘ডর’-এর মতো শাহরুখের ব্যবসাসফল সিনেমাগুলো মুক্তির আর্জি জানাচ্ছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version