Home তথ্য-প্রযুক্তি ব্ল্যাকহোলের নতুন তত্ত্ব-সিঙ্গুলারিটির মৃত্যু!

ব্ল্যাকহোলের নতুন তত্ত্ব-সিঙ্গুলারিটির মৃত্যু!

ডেস্ক রিপোর্ট

0

ব্ল্যাকহোল নিয়ে মানুষের কৌতূহল বহুদিনের। সাম্প্রতিক এক গবেষণায়, বিজ্ঞানীরা ব্ল্যাকহোল সম্পর্কে একটি নতুন ধারণা আবিষ্কার করেছেন। এ ধারণাটি ব্ল্যাকহোলে প্রচলিত তত্ত্বকে তত্ত্বগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নতুন গবেষণায় বিজ্ঞানীরা ব্ল্যাকহোলকে ‘জমাট তারা’ বা ফ্রোজেন স্টার হিসাবে উল্লেখ করেছেণ।

এই গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির বিজ্ঞানী আন্দ্রেই ফেল্ডম্যান এবং তাঁর দল। তাঁরা ব্ল্যাকহোলের গঠন ও আচরণের ওপর দীর্ঘদিন গবেষণা করছেন। এই নতুন তত্ত্বের সাহায্যে ব্ল্যাকহোলের কেন্দ্রীয় অংশে কী ঘটছে, তা বোঝার চেষ্টা করছেন গবেষকেরা।

ব্ল্যাকহোল সম্পর্কে প্রচলিত ধারণা হলো, এটি খুব ভারী মৃত নক্ষত্র থেকে তৈরি হয়।

এর মহাকর্ষ বল এত বেশি যে চারপাশের স্থানকালকে অসীমভাবে বাঁকিয়ে দেয়। ফলে সেখান থেকে আলোও বের হতে পারে না। ব্ল্যাকহোলের কেন্দ্রে একটি অসীম ঘনত্বের একটা বিন্দু আছে বলে ধারণা করা হয়। সেই বিন্দর নাম সিঙ্গুলারিটি।

এই সিঙ্গুলারিটি সম্পর্কে খুব বেশি ধারণা নেই বিজ্ঞানীদের। কারণ প্রচলিত পদার্থবিজ্ঞানের তত্ত্বগুলি সিঙ্গুলারিটিতে কাজ করে না।
ফেল্ডম্যানের গবেষণায় বলা হয়েছে, ব্ল্যাকহোলের ভেতরের অংশটি আসলে ‘জমাট বা ফ্রোজেন অবস্থায় থাকে। এর অর্থ ব্ল্যাকহোলের কেন্দ্রে সিঙ্গুলারিটি বলে আদৌ কিছু নেই। সেখানে বস্তুগুলো অস্বাভাবিকভাবে জমাটবদ্ধ অবস্থায় থাকে।

ফ্রোজেন স্টার তত্ত্ব ব্ল্যাকহোলের কেন্দ্রে একটি সীমাবদ্ধ ঘনত্বের পদার্থের প্রস্তাব করে। সেটি মহাবিশ্বের গঠন এবং শক্তির গতিশীলতা সম্পর্কে নতুন ধারণা দেবে। এটি ব্ল্যাকহোলের মহাকর্ষীয় শক্তি এবং এ কেন্দ্রীয় অংশের পারমাণবিক শক্তি সম্পর্কে নতুন তথ্য দেবে বলে মনে করছেন গবেষকেরা।

সূত্র: লাইভ সায়েন্স

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version