Home সারা বাংলা ঢাকা দুই মাসের মধ্যেই সুজিত মিথিলার বিচ্ছেদ পাকাপোক্তের ইঙ্গিত

দুই মাসের মধ্যেই সুজিত মিথিলার বিচ্ছেদ পাকাপোক্তের ইঙ্গিত

সংবাদ দাতা

0

প্রায় আট মাস ধরে প্রেমের গুঞ্জন চলছিল কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। বিয়ের গুঞ্জনও ছড়িয়েছে একাধিক বার। সব গুঞ্জনকে সত্যি করে শুক্রবার রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে ছোট পরিসরে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল মিথিলার প্রথম সংসারের মেয়ে আইরা। এছাড়া ছিলেন দুই পরিবারের সদস্য ও টলিউডে সৃজিতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

প্রায় আট মাস প্রেমের গুঞ্জন সত্য করে ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন সৃজিত মিথিলা। দুই দেশের আলোচিত দুই তারকা কলকাতার পরিচায় সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রেম ও বিয়ে ছিল আলোচনার তুঙ্গে। যদিও প্রেমের ব্যাপারে কেউই মুখ খোলেননি তারা।

বিয়ের আনুষ্ঠানিকতাও করেছিলেন গোপনে এবং সৃজিতের ফ্ল্যাটে ছোট পরিসরে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল মিথিলার প্রথম সংসারের মেয়ে আইরা। এছাড়া ছিলেন দুই পরিবারের সদস্য ও টলিউডে সৃজিতের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। যদিও গোপন রাখতে চেয়েছিলেন বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়টি শেষ পর্যন্ত গোপন রাখা সম্ভব হয়ে উঠেনি।

এদিকে সময় যত গড়াচ্ছিল দু’জনের বিচ্ছেদের গুঞ্জনটাও প্রবল হচ্ছিল। সৃজিত ও মিথিলা যার যার কাজ নিয়ে রীতিমতো ব্যস্ত। তাদের আগের মতো ঘনিষ্ঠভাবে আর দেখা যায় না।

চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন।

বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন মিথিলা। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই।

যদিও বিয়ের পর থেকেই সৃজিত-মিথিলার ডিভোর্সের গুঞ্জন চলমান। তবে এর আগে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মিথিলা।
তবে এবার জোরালো ভাবেই শোনা যাচ্ছে দুই মাসের মধ্যেই তাদের জিফোর্স পাকাপোক্ত হয়ে যাবে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন সত্য করে ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন সৃজিত-মিথিলা। ফের সুজিত মিথিলার সংসার জীবনে ইতি টানার ইঙ্গিত জুড়ালো ভাবেই শোনা যাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version