Home খেলার খবর বাংলাদেশ-ভারত ম্যাচের দিন ধর্মঘট ডেকেছে হিন্দু মহাসভা

বাংলাদেশ-ভারত ম্যাচের দিন ধর্মঘট ডেকেছে হিন্দু মহাসভা

ডেস্ক রিপোর্ট

0

ভারত সফরের আগেই বাংলাদেশ ক্রিকেট দলকে হুমকি দিয়ে রেখেছিল ভারতের একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। যেখানে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঝামেলার আগাম ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আগামী শুক্রবার কানপুরে দ্বিতীয় টেস্ট ও ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গোয়ালিয়রে ম্যাচের দিন ধর্মঘটের ডাক দিয়েছে হিন্দু মহাসভা।

তবে ভারতের পুলিশ পরিস্থিতি সামলাতে কানপুরে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করেছে। যেখানে কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

হিন্দু মহাসভা আগেই জানিয়েছে, কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিরোধিতা করবে। তাদের দাবি, ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে তারা এ দুটি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না।

যদিও ভারত সরকার হিন্দু মহাসভার এই দাবিতে সাড়া দেয়নি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। এই সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে পুলিশ এ কারণেই এফআইআর দায়ের করেছে।

এসিপি হরিশ্চন্দ্র কানপুরের বাড়তি নিরাপত্তা নিয়ে বলেছেন, ‘আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। এর জন্য কোনো কিছুই বাদ রাখছি না। পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আত্মবিশ্বাসী।’

এদিকে গোয়ালিয়রের ধর্মঘট নিয়ে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্‌ধের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বন্‌ধের আওতামুক্ত।’

এর আগে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে…মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version