চেন্নাই টেস্টের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তর। পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। এছাড়া ভারতীয় ব্যাটার জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, ঋষভ পান্তদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
আইসিসি বুধবার টেস্টের যে ব্যাটিং র্যাঙ্কিং আপডেট করেছে তাতে দেখা গেছে, চেন্নাই টেস্টে ২০ ও ৮২ রানের ইনিংস খেলা শান্ত ১৪ ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে উঠে এসেছেন। সাকিব ব্যাটিংয়ে একধাপ এগিয়ে ৪৩-এ আছেন।
পাকিস্তানের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার পর চেন্নাইয়ে পাঁচ উইকেট পান ডানহাতি পেসার হাসান মাহমুদ। বোলিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে টেস্টের ৪৪তম সেরা বোলার তিনি। এছাড়া তাসকিন আহমেদ আট ধাপ এগিয়ে ৬৬তম অবস্থানে এসেছেন।
প্রায় দুই বছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি করেছেন ঋষভ পান্ত। প্রথম ইনিংসে ৩৯ রান করেছিলেন তিনি। এতে রেখে যাওয়া সেই ৬ নম্বর অবস্থানে ফিরেছেন বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি করা টপ অর্ডার ব্যাটার শুভমন গিল পাঁচ ধাপ এগিয়ে ১৪তে উঠেছেন। অন্য সেঞ্চুরিয়ান রবিশচন্দন অশ্বিন সাত ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৭২তম অবস্থানে এসেছেন। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি পাঁচধাপ করে পিছিয়েছেন। কোহলি চলে গেছেন সেরা দশের বাইরে।