Home বিনোদন ভারতীয় গায়িকা নেহা কক্কর এর রীতিমতো বিচ্ছেদের গুঞ্জন, ভেঙে যেতে পারে দাম্পত্য...

ভারতীয় গায়িকা নেহা কক্কর এর রীতিমতো বিচ্ছেদের গুঞ্জন, ভেঙে যেতে পারে দাম্পত্য সুখ

ডেস্ক রিপোর্ট | ছবি সংগৃহীতপ্প

0

বেশ কিছুদিন প্রেমের পর বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। বয়সে নেহার স্বামী তার চেয়ে ৮ বছরের ছোট হলেও সেটা বাধা হয়ে দাঁড়ায়নি।

ভারতীয় গায়িকা নেহা কাক্কর। বহু হিট গান উপহার দিয়েছেন তিনি। এই গায়িকা প্রেম করে পেয়েছেন ধোঁকা। তাইতো কষ্টের গান গাইতে গাইতে অঝোরে কাঁদতে দেখা যেত অহর্নিশ নেহাকে। আবার বিচারকের আসনে বসা নেহা বিরহের গান শুনলেও কেঁদে ভাসাতেন। কিছুতেই আবেগ ধরে রাখতে পারতেন না তিনি। জীবনে সুখ তাহলে কি কল্পনায়?

এদিকে ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’ গানের শিল্পী নেহার কক্কন কষ্টের অবসান ঘটিয়ে গায়ক রোহানপ্রীত সিংয়কে বিয়ে করেন। ২০২০ সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। হঠাৎ গুঞ্জন শুনা যায় ভেঙে যাচ্ছে নেহা কক্কর ও রোহনপ্রীত সিং এর দাম্পত্য সুখ।

তবে এবারই প্রথম না। গত বছরও নেহা-রোহানের সংসার ভাঙার খবর চাউর হয়েছিল। তাদের কেউই অবশ্য এসব নিয়ে কথা বলতে রাজি হননি। এবার নীরবতা ভাঙলেন নেহার স্বামী রোহানপ্রীত সিং।

ভারতীয় গণমাধ্যমকে রোহানপ্রীত সিং বলেন, ‘কোনো ধরনের গুঞ্জনই আমাদের বিরক্ত করে না এবং সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে না। সব ধরনের গুঞ্জনের বিষয়ে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। তা ছাড়া যে খবর সত্যি নয়, তা আমাদের সম্পর্কের বন্ধনে কোনো প্রভাব ফেলে না।’

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘এসব ভিত্তিহীন গুজব নিয়ে আমি কখনোই ভাবি না। যাদের কাজ নেই মূলত তারাই এসব বলে বেড়ায়। এসব করে আনন্দ পেয়ে থাকলে তারা করুক।’

নেহা ও রোহানের প্রথম সাক্ষাৎ চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেম। স্বামী রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। তাদের সম্পর্কে বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version