Home সাহিত্য এইতো নিয়তি

এইতো নিয়তি

নুর এমডি চৌধুরী সম্পাদক বার্তা বাংলা ২৪

0

যখন বৃষ্টি না হবে
অরণ্যকে কি দেবে তুমি
শুস্ক উত্তাপ?
প্রখর রৌদ্রতাপে অরণ্যের পত্রপল্লবে
যখন মরণের ডাক হবে
নিশাচর হয়ে তুমি
কি দিবে আর বলো
একটা প্রত্যাশিত হৃদয়ে
হাহাকার?

মৃত্যুর দোয়ারের চেয়ে কিসে আর
হাহাকার অধিক বলো!
শূন্যতার কঠিন আঘাত হানে হৃদয়ে
আগ্নেগিরির কঠিন দাবদাহে
এসো এসো বলে জনমের চীৎকারে
ইটের দালান ভাঙ্গে
তুমি ভাঙ্গনি, তুমি মচকাওনি
এইতো নিয়তি!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version