Home অন্যান্য বিয়ের পিড়িতে ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা

বিয়ের পিড়িতে ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা

ডেস্ক রিপোর্ট

0

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করা আবিদুল মোহাইমিন সাজিল এর সাথে প্রেমের পর বিয়ে রীতিমতো দু’জনেই খুশি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

বিয়ে প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।

সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে তিনি কথা বলেন, একটা মজার স্মৃতিধরে রাখতেই আমরা ১০( অক্টোবর) বিয়ের দিনটাকে বেছে নেই। ছয় বছর আগে ঠিক এই দিনে আমাদের পরিচয় হয়।

ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এই দীর্ঘ সময়টায় আমরা আমরা একে অপরকে চিনেছি, জেনেছি, বুঝেছি তার উভয়ের প্রতি উভয়ের ভালোবাসা থেকেই বিয়ে। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিল।

সাজিল সম্পর্কে জানতে চাইলে আলোচিত এই নায়িকা বলেন, সাজিল অত্যন্ত ভালো একজন মানুষ। আমরা একসঙ্গে পথ চলতে আপনাদের সকলের দোয়া চাই।

শিলা অভিনীত তার প্রথম সিনেমা হিটম্যান। ক্ষণিকের ভালোবাসা, মন জানে না মনের ঠিকানা, মিয়া বিবি রাজি, শেষ বাজি সিনেমায় রীতিমতো দাপড়ের সাথে অভিনয় করতে দেখা গেছ্র শিলাকে। এছাড়া তার হাতে এখনও হাফ ডজনের মতো সিনেমা রয়ে গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version