Home জাতীয় ভিমরুলের কামড়ে বাবা মেয়ের মৃত্যুর পর ছেলেরও প্রাণ গেলো

ভিমরুলের কামড়ে বাবা মেয়ের মৃত্যুর পর ছেলেরও প্রাণ গেলো

ডেস্ক য়

0

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যুর পর আহত ছেলেরও প্রাণ গেলো।

শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বাবা মাওলানা আবুল কাসেম বয়স ৪৮ মেয়ে লাবিবা বয়স ৮ সবিশেষ মারা যাওয়া ছেলের বয়স জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত। সকালে বাড়ি থেকে নৌকাযোগে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম ও তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মেয়ে লাবিবাকে মৃত ঘোষণা করে এবং চিকিৎসাধীন অবস্থায় বাবা আবুল কাশেমের মৃত্যু হলে পরে রাত ১০ টার দিকে ছেলে সিফাত উল্লাহও মারা যায়।

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওলানা আবুল কাসেম ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। নৌকার মধ্যে ভিমরুলের কামড়ে বাবা,মেয়ে ও ছেলের তিনজনেই মারা যায়।।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version