Home জাতীয় কারাগারে আতিকুর রহমান

কারাগারে আতিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

0

আতিকুল ইসলাম একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মন্ত্রী পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। ২০১৯ সালে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন আতিকুল ইসলাম। ৭ মার্চ মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ২০২০ সালের ১লা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। আতিকুল ইসলাম বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা অপকর্মের সাথে জড়িত আতিকুল ইসলাম এর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেওয়া হয়। তার বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।

এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ।

আওয়ামী সরকারের পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান তিনি এবং ভয়ে দ্রুত নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান। এরপর ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকার মেয়র আতিকুল ইসলামসহ দেশের প্রায় ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version