বুড়ো বয়সে আমরা আর কারও মায়ায় পড়িনা
অনুকম্পায় বেঁচে থাকি বীভৎস জীবনকাল।
তারা ভরা রাত, জোৎস্না মাখা আলো
বিকেলের বাতায়ন, খকড়া বিলের ধার
এসব আজ কল্পনার ফসল।
মাঠে দুরন্তপনায় গোলবারে কীক
গোল গোল মুখরিত দর্শক চারিধার।
উচ্ছ্বাসে বাঁধভাঙা সুখ এসব আজ শুধুই অতীত,
হারিয়ে গেছে বনবাদাড়ে বন্ধুর সমাচার
বন্ধুরে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দেখি
কেউ নয় আপন আমার।