Home অন্যান্য দেশের বিভিন্ন জেলায় জেলায় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার মশাল...

দেশের বিভিন্ন জেলায় জেলায় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট

0

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে ছাত্রজনতার গণজমায়েত ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বড়মাঠ হতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সোহান হোসেন।

এ সময় ছাত্ররা বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু যে বক্তব্য দিয়ছেন তার জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবি জানান।

পরবর্তীতে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঠাকুরগাঁও জেলার বড়মাঠে মিলিত হয়ে শান্তিপূর্ণভাবে শেষ করে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানানো হয়।

জানা যায়, সোমবার ভোর ৪টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় আপ্যায়ন নামে এক দোকানে হামলা করে। এরপর আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে আতঙ্ক ছড়ায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায়। সেখানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অনেক শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এই ঘটনার তীব্র প্রতিবাদে শিক্ষার্থীরা পরবর্তীতে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন। উৎস: আরটিভি ও যমুনা টিভি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version