Home আর্ন্তজাতিক কে হতে পারেন টাইগারদের নতুন অধিনায়ক

কে হতে পারেন টাইগারদের নতুন অধিনায়ক

ডেস্ক রিপোর্ট

0

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়ক হওয়ার পর থেকেই তার ব্যাট যেন আর হাসছেনা ।

সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টেও ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (৭ ও ২৩ রান) ব্যর্থ হন শান্ত যা তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে আসে। এ অবস্থায় ক্রিকবাজ জানিয়েছে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়ানোর জন্য অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের দেশে ফেরার। শান্ত নিজেও জানিয়েছেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সিরিজের পরই শান্ত নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।

শান্তর বিকল্প হিসেবে এখন নতুন অধিনায়কের নাম নিয়ে চলছে আলোচনা। সম্ভাবনা রয়েছে যে, বাংলাদেশ এবার তিন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক বেছে নিতে পারে। ধারণা করা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং ওয়ানডের দায়িত্বে আসতে পারেন, আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেতে পারেন তাওহীদ হৃদয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version