Home আর্ন্তজাতিক নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের...

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা

ডেস্ক রিপোর্ট

0

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। গত বৃহস্প্রতিবার BRAC এর ফেইসবুক পেইজ এ প্রকাশিত। যেখানে বলা হয়:

আমি ক্রিকেট খেলতে আগ্রহী হই বড় ভাইকে দেখে। তিনি শেরপুরে অনূর্ধ্ব-১৫ ও ১৬ ক্রিকেট দলের হয়ে খেলতেন। কিন্তু পড়ালেখায় মনোযোগ দিতে গিয়ে একসময় ক্রিকেট ছেড়ে দেন। তবে তিনি আমাকে বলতেন, ‘‘যখন তুই বাংলদেশের হয়ে ক্রিকেট খেলবি তখন আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হবে।” মাঠে কিংবা মাঠের বাইরে একথা সবসময় মনে পড়ে আমার।

মা-বাবার আশা ছিল আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু আমি ক্রিকেট খেলতে চেয়েছি। ২০১১ সালে প্রথম ব্র্যাকের কিশোরী ক্লাবের হয়ে খেলা শুরু করি। ঠিক সেই বছর শেষের দিকে আমি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলি। আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন ততদিনে মা-বাবাকেও ছুঁয়ে গেছে।

২০১৩ সালে আমাকে ডাকা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করার জন্য। এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ ছিল। কিন্তু সিলেকশনে বাদ পড়ে গেলাম। এই ঘটনায় খুব কষ্ট পেলেও মনে মনে ঠিক করি যে, আমি ২০১৫ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলব।

আমার স্বপ্ন সত্যি হয়েছে! আমি বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো করাচিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলি। সেই দিনটির কথা চিরকাল মনে থাকবে। এখন বাংলাদেশ নারী ক্রিকেট দলকে র‍্যাংকিং-এ শীর্ষে নিয়ে যেতে আমি ও আমার দল কঠোর পরিশ্রম করছি। আমার বিশ্বাস একদিন এই স্বপ্নটিও সত্যি হবে।

-নিগার সুলতানা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version