Home অন্যান্য আয়কর নিয়ে দেশবাসীকে সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আয়কর নিয়ে দেশবাসীকে সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়কর নিয়ে দেশবাসীকে সুসংবাদ দিয়েছেন।

এখন থেকে অনলাইনে সহজেই আয়কর জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ধীরে ধীরে সকল প্রকার কর অনলাইনের আওতায় নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রিয় দেশবাসী, আয়কর নিয়ে আপনাদের দুটো কথা বলব। আপনাদের দেওয়া কর ই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় ঝামেলা। তাই এবার থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা আর করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন। এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ড. ইউনুস বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আবার বলছি, বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে আয়কর ও ই-রিটার্ন জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।’

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে ই-রিটার্ন, আয়কর জমা দিতে হয়।’

এ ব্যাপারে প্রতিটি এলাকায় তরুণ তরুণীদের প্রতিও আহবান রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেন, সকলকে অনলাইনে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। এটাই হোক উদ্যোক্তার প্রথম ধাপ।

করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, ‘ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি।’

দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তার শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক এই কামনা করছি।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version