অস্ট্রেলিয়ার সিডনিতে দু’টি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রাণ যায় তিন জনের। সূত্র মতে জানা যায় উড়োজাহাজ দু’টি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি বন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে।
সংবাদটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ওই ধ্বংসস্তূপের কাছে পৌঁছেছে। সিডনি থেকে ৫৫ কিলোমিটর দূরে বাসল্যান্ড এলাকায় উড়োজাহাজ দুটি বিধ্বস্ত হয়। এর মধ্যে একটিতে আগুন ধরে যায়।
নিউ সাউথ ওয়ালস পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক তিমোথি কলম্যান বলেন, সেসনা ১৮২ মডেলের একটি উড়োজাহাজ দুই যাত্রীকে নিয়ে আরেকটির সঙ্গে সংঘর্ষ হয়। ওই উড়োজাহাজটিতে একজন আরোহী ছিল। তবে আরোহীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।