Home অন্যান্য ইলিয়াস-ডালিমের লাইভে ভিউয়ের রেকর্ড নিয়ে ভুল তথ্য প্রচার

ইলিয়াস-ডালিমের লাইভে ভিউয়ের রেকর্ড নিয়ে ভুল তথ্য প্রচার

ডেস্ক রিপোর্ট

0

মানুষ একত্রে দেখেছে। তবে ইতোমধ্যে এ বিষয়ে একটি গিনেস রেকর্ডের উল্লেখ উপরে বর্ণিত আছে যা সংখ্যায় প্রায় ৭ কোটি এবং ইলিয়াসের টকশোর সংখ্যার চেয়ে অনেক বেশি।

তবে এটি ছাড়াও বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ভারতীয় সংস্করণ ফোর্বস ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২৪ সালের সেপ্টেম্বরে ইউটিউবে একইসময়ে ভিউজের সংখ্যার দিক দিয়ে শীর্ষ দশ সরাসরি সম্প্রচারিত ভিডিও এর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ইউটিউব লাইভ স্ট্রিমের ইতিহাসে একই সময়ে সবচেয়ে বেশি সংখ্যাক ভিউয়ের দিক দিয়ে শীর্ষে আছে ২০২৩ সালের ২৩ আগস্টে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিং এর সম্প্রচার যা একইসাথে প্রায় ৮০ লাখ বার দেখা হয়েছে। দ্বিতীয় স্থানে আছে ২০২২ এর ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচটি যা সরাসরি একইসাথে প্রায় ৬১ লাখ বার দেখা হয়েছে। উক্ত তালিকায় ১০ নম্বরে আছে জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের ট্রায়াল যা একইসাথে প্রায় ৩৫ লাখ বার দেখা হয়েছে। অর্থাৎ ইলিয়াসের টকশোটি ইউটিউবে সরাসরি সম্প্রচারিত লাইভ স্ট্রিমিংগুলোর মধ্যে একইসময়ে সর্বমোট দেখা শীর্ষ দশটির কাছাকাছিও নেই। উক্ত প্রতিবেদনে একইসময়ে প্রায় ৩৭ লাখ ভিউজ নিয়ে বিটিএস এর বাটার গানটি ৭ম অবস্থানে স্থান পেয়েছে।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ইলিয়াসের উক্ত লাইভ টকশোটি সর্বমোট প্রায় ৯৫ লাখ বার ইউটিউবে দেখা হয়েছে এবং ইসরোর উল্লিখিত ভিডিওটি সর্বমোট প্রায় ৮ কোটিবার দেখা হয়েছে।

সুতরাং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে মেজর শরিফুল হক ডালিমের লাইভ টকশোটি একইসময়ে বিশ্বে সরাসরি দেখা দর্শকদের সংখ্যার তালিকায় শীর্ষে বা ইউটিউবে সম্প্রচারিত লাইভ স্ট্রিমিং এর ইতিহাসে দ্বিতীয় স্থানে শীর্ষক উভয় দাবিই মিথ্যা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version