Home গণমাধ্যম বরিশালের মেয়েরা বংশীয় ভাবেই সুন্দরী

বরিশালের মেয়েরা বংশীয় ভাবেই সুন্দরী

ডেস্ক রিপোর্ট

0

তটিনী, সাদিয়া আয়মান, মাহিমা তিনজনই বর্তমানে মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছেন। তিনজনেরই জন্মস্থান বরিশাল। সম্প্রতি এক ইন্টারভিউ তে মাহিমা কে বরিশালের মেয়েরা সুন্দরী কেন হয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বরিশালের মেয়েরা বংশগতভাবেই সুন্দরী। এছাড়াও তিনি জানান তিনি ও তটিনী খুবই ভালো ফ্রেন্ড। এবং মিডিয়াতে তাদের কাজ দেখে তিনি খুব খুশি।

সাদিয়া আয়মান হলেন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী যিনি অল্প বয়সেই চলচ্চিত্র জগতে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। সাদিয়া আয়মানকে অনেক বাংলাদেশি নাটক ও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। এছাড়াও তার বেশকিছু চলচ্চিত্র ও জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি।

টিকটক থেকে জনপ্রিয় হয়ে ছোটপর্দায় চলে আসা মডেল এবং অভিনেত্রীর সংখ্যা অনেক কম আমাদের দেশে। মাখনুন সুলতানা মাহিমা সেই ব্যতিক্রমী চরিত্র। উচ্ছল তারুন্য আর মনকাড়া হাসি দিয়ে ইতোমধ্যে তিনি জয় করে নিয়েছেন লাখো দর্শকের মন। সাম্প্রতিক সময়ে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ওয়েব সিরিজ “বদমাইশ পোলাপাইন” এ অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন।

বাংলাদেশের বিনোদন জগতে অল্প সময়ে সব থেকে বেশি পরিচিতি পেয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। সুহাসিনী নাটক এর মাধ্যমে সব থেকে বেশি ভাইরাল হন তটিনী। বর্তমানেও অনেকগুলো জনপ্রিয় কাজ করছেন তটিনী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version