Home আইন-অপরাধ মাদারগঞ্জ বিএনপির তৃনমূল নেতাকর্মীদের শেষ ঠিকানা জননেতা ফায়জুল ইসলাম লান্জু

মাদারগঞ্জ বিএনপির তৃনমূল নেতাকর্মীদের শেষ ঠিকানা জননেতা ফায়জুল ইসলাম লান্জু

নুর এমডি চৌধুরী সম্পাদক বার্তা বাংলাদেশ ২৪ ডটকম

0

মাদারগঞ্জ বিএনপির তৃনমূল নেতাকর্মীদের শেষ ঠিকানা জননেতা ফায়জুল ইসলাম লান্জু। ফায়জুল ইসলাম লাঞ্জু ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সমর্থক কর্মী নেতা। তার জীবনের দীর্ঘ সময়ের রাজনৈতিক জীবনে কারাবন্দী থেকেছেন। শত সহস্রবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন দীর্ঘ আওয়ামী স্বৈরাচারের শাষনামলে।

আজ রবিবার ( ১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিকাল ৩ ঘটিকায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার হহতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‍্যালি শেষে বলিষ্ঠ কন্ঠে বক্তব্য রাখেন জনমানুষের নেতা মাদারগঞ্জ মেলান্দহ বাসী প্রিয় ব্যক্তিত্ব জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু।

তিনি তার বক্তব্যে তুলে ধরেন দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দু:শাষণ, তাদের দোসরদের পাশবিক নির্যাতনের কথা।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দু:শাষণে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের মানুষের জীবনে নাভিশ্বাস যন্ত্রণার উদ্ভব করে দিয়েছে। দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখে চালিয়েছেন পাশবিক নির্যাতন।

আগামীদিনের দেশ নায়ক দেশের ভবিষ্যৎ রুপকার দেশনেতা জননেতা তারেক রহমানকে দেশের মাটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাখো লাখো বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা গুম, খুন হত্যার মত পাশবিক নির্যাতন চালিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের করেছে হয়রানি।

তিনি তার প্রতি পাশবিক নির্যাতনের কথা স্মরণ করে বলেন, ২০১৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগমুহূর্তে জামালপুর-মাদারগঞ্জ, মেলান্দহ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের প্রচারণা চালানোর সময়ে তাকে এরেস্ট করা হয়। দীর্ঘ তিন মাস দশ দিন কারাবন্দী থাকার পর ছাড়া পেলে তাকে মির্জা আযম বাহিনী থেকে হত্যা করার হুমকি দেয়া হলে তিনি স্বপরিবারে আমেরিকা গমন করেন। এরই মাঝে উনার গর্ভধারিণী মা মৃত্যু বরণ করেন। যার মুখটুকু দেখার সৌভাগ্য তার হয়নি।

জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজী, দখল দারিতবের মত কাজ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের একটা পেশায় পরিনত ছিল মাদারগঞ্জ মেলান্দহ জামালপুর তথা সারা দেশ।

তিনি কঠিন হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি এই মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে মানুষের সুখ দুখের সাথী হয়ে কাজ করে থাকে। এরুপ বৈশিষ্ট্য আমি যদি বিএনপির কোন নেতা কর্মীদের মাঝে কাউকে পাই তাকেও ছাড় দেওয়া হবেনা।

মাদারগঞ্জের গণমানুষের আশা ভরসার পথিক সফল সংঘটক জামালপুর জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দুই দুই বারের সফল সভাপতি জননেতা জনাব ফায়েজুল ইসলাম লাঞ্জুর আহবানে উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে দলে দলে যোগ দেয় দলের সর্বস্তরের নেতাকর্মী ও হাজার হাজার জনসাধারণ।

জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সাধারণ নাগরিক ও দলের সকল নেতা কর্মীদের প্রাণের দাবি জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু নেতার মাধ্যমেই সম্ভব দলকে নিরাপদ অবস্থানে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

উক্ত র‍্যালী শেষে আলোচনা সভায় দলের জুনিয়র নেতারা তাদের মুল্যবান বক্তব্যে বলেন, জনাব ফায়জুল ইসলাম লাঞ্জু আগামী দিনের রুপকার। আমরা আপনার মাধ্যমে আপনার দিকনির্দেশনায় এগিয়ে যেতে চাই আপনার আদর্শিক নেতৃততের মাধ্যমে আমরা দীর্ঘ পনের বছরের আওয়ামী দু:শাষণে ঘুনেধরা সমাজ ব্যবস্থা ফিরে পেতে চাই। আপনার নীতিগত স্বীদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা মেলান্দহ মাদারগঞ্জের মানুষের অভিযোগের কথা শুনতে চাই সর্বস্তরের জনতার আন্দোলনের সুফল গ্রাম গঞ্জের সকলের মাঝে বিস্তার করতে চাই।

উক্ত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে আরেক নেতা বলেন, আপনি হচ্ছেন মেলান্দহ ও মাদারগঞ্জের হ্যামিলনের বাঁশিওয়ালার মত। আপনার ডাকে নিমিষেই একত্রিত হয় হাজার হাজার নেতা কর্মী। আল্লাহ আপনার মনের নেক স্বপ্ন গুলো পূর্ণ করুক।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version