Home আইন-অপরাধ ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি, মিলল স্ত্রীর ভাই

ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি, মিলল স্ত্রীর ভাই

ডেস্ক রিপোর্ট

0

শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মগোপনে আছেন। চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ওবায়দুল কাদের আছেন, এমন সন্দেহে শনিবার রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ।

ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মগোপনে আছেন।

চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ওবায়দুল কাদের আছেন, এমন সন্দেহে শনিবার রাতে সেখানে তল্লাশি চালায়
তবে ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ১৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে।

রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, শনিবার মধ্যরাতে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে শান্তিবাগ এলাকা থেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে কোনো তথ্য না থাকায় বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেলে নুরুল হুদাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে নুরুল হুদার কাছে তেমন তথ্য পাওয়া যায়নি। নুরুল হুদা জানিয়েছেন ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরর কোনো যোগাযোগ নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাছে শনিবার মধ্যরাতে খবর আসে, ওবায়দুল কাদের চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version