Home আইন-অপরাধ বাস ভাড়া কমানোর দাবীতে রোববার হরতাল, সমর্থনে আজ নারায়ণগঞ্জে মিছিল

বাস ভাড়া কমানোর দাবীতে রোববার হরতাল, সমর্থনে আজ নারায়ণগঞ্জে মিছিল

ডেস্ক রিপোর্ট

0

বাস ভাড়া কমানোর দাবিতে ১৭ নভেম্বর হরতালের সমর্থনে মিছিলে করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়া, ২নং রেল গেট, কালিরবাজারসগ নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসকের সাথে কিছুদিন আগে আমাদের কথা হয়েছিল। তারা প্রস্তাব রেখেছে যে টার্মিনালে থেকে বাস ভাড়া ৫২ টাকা টাকা এবং চাষাড়া থেকে ৫০ টাকা রাখা হবে। ছাত্রদের হাফ পাসের বিষয় সে বলেছে প্রতিটি বাসে ৫ থেকে ৭ জন ছাত্র যাতায়াত করতে পারবে। তারা নৈতিকভাবে আমাদের বাস ভাড়া কমানোর দাবিকে সমর্থন জানিয়েছেন। আজ পর্যন্ত আমরা এ বিষয়ে পরবর্তী কোনো প্রতিশ্রুতি পাইনি। টার্মিনাল থেকে বাসের ভাড়া যদি ৫২ টাকা হয়, সেখানে দুই টাকা দেওয়া নিয়ে বিব্রত করা অবস্থা তৈরি হবে। একইভাবে ছাত্রদের থেকে ২৬ টাকা সেখানে এক টাকা নিয়েও ঝামেলা হবে। একটি বাসে ৫ থেকে ৭ জন ছাত্র যাতায়াতের এই নিয়মটি তুলে দিতে হবে।

এসময় তিনি আরও বলেন, এ সমস্ত বিষয়ে জেলা প্রশাসক আমাদের সিদ্ধান্ত জানাবেন বলেছেন। ইতিমধ্যে তিনি আমাদের কোন সিদ্ধান্ত না জানানোর কারণে, আগামীকালের পূর্ব ঘোষিত হরতাল পালনে আমাদের যে প্রস্তুতি দরকার ছিল সেগুলো গ্রহণ করেছি। আগামীকাল নারায়ণগঞ্জ শহরে সর্বাত্মক অর্ধদিবস হরতাল পালন করে এই গণ দাবী আদায় করব। গনদাবি আদায়ের পর আমরা রাজপথ ছাড়বো এর আগে ছাড়বো না। জেলা প্রশাসন তার লোকজন নিয়ে আবারও রাস্তা মাপামাপি করেছে। আমাদের বলেছিল এখানে থাকতে, কিন্তু আমরা বহুবার রাস্তা মাপামাপি করেছি।

জেলা প্রশাসক ইতিমধ্যেই সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করছেন। আমরা জানি না সেখানে তারা কি সিদ্ধান্ত নিবেন বা নিয়েছেন। যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু যদি দাবি না মানা হয় এবং গণদাবির বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্ত নিলে আমরা আগামীকাল হরতাল পালনের মধ্য দিয়ে দ্বিতীয় কর্মসূচি ঘোষণা করবো, এবং এভাবেই আমাদের দাবি মানতে তাদের বাধ্য করবো।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version