Home আর্ন্তজাতিক বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট

0

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যেই আসন্ন এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অলরাউন্ডার জেসন হোল্ডারের। হোল্ডারের বদলে দলে সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ। চলতি বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

২০২৩ সালের মার্চের অলরাউন্ডার সেনুরান মুথুস্যামিকে স্কোয়াডে ডেকেছেন প্রোটিয়াদের টেস্ট দলের প্রধান শুকরি কনরাড। এর আগে তিনটি টেস্ট খেলেছিলেন এ অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৭ উইকেট ও ৩০.৪১ গড়ে ৫ হাজার রান করেছেন তিনি।

বাংলাদেশে কন্ডিশনের কথা বিবেচনা করে কেশব মহারাজ ও ড্যান পিটের সঙ্গে স্পিন অলরাউন্ডার মুথুস্যামিসহ ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনজন ফ্রন্টলাইন স্পিনার।

যথারীতি পেস আক্রমণে নেতৃত্বে দেবেন কাগিসো রাবাদা। ডানহাতি এ ফাস্ট বোলারের সঙ্গে স্কোয়াডে আরও রয়েছেন, নান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন এবং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্যাটার ম্যাথু ব্রিৎজকেও আছেন দলে।

টেস্ট দলের প্রধান শুকরি কনরাড বলেন, ‘প্রথমত আমি উভয় বোর্ড, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, যারা সিরিজ নিশ্চিত করেছে। সফরের জন্য বাংলাদেশ সবসময়ই কঠিন জায়গা। তারা ঘরের মাঠে দুর্দান্ত দল হয়ে উঠেছে। আমাদের জন্য যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের স্পিন কন্ডিশনের বিবেচনা করে তিন স্পিনার স্কোয়াডে রাখ হয়েছে বলেও জানান তিনি, ‘আমাদের তিনজন ফ্রন্টলাইন স্পিনার রয়েছে। তাদের প্রত্যেকেরই যে কোনও সময় প্রয়োজনমাফিক এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। সব দিক থেকে আমরা এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের স্কোয়াডের উপর আস্থা রাখি।’

এর আগে শঙ্কা জাগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়ে। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিজেদের সন্তুষ্টির কথা জানায় প্রোটিয়ারা। ফলে অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে বিবৃতি দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এরপরই আসন্ন এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে পাঠানো সূচি অনুযায়ী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের।

একদিন বিশ্রামের পর ১৮, ১৯ ও ২০ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ২১-২৫ অক্টোবর খেলবে প্রথম টেস্ট।

২৬ অক্টোবর চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ২৭ ও ২৮ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে দুদল। এরপর ২৯ অক্টোবর-২ নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের এ সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সিরিজটি চূড়ান্ত করার আগে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চার সদস্যের পর্যবেক্ষক দল। দলটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশন্স ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও প্রোটিয়া ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version