দেশাত্মবোধক সঙ্গীতের অসিবর্ণ ঠোঁট খোলা
হৃদয়ের ঝর্ণা ঝরে মসৃণ তানপুরায়
অভদ্র অনৈক্য বাঁধা সূতা
বাকি সব মীঢ় ভোঁতা
বিধ্বস্ত নিজ সংলগ্ন রাস্তায়
যবনিকা খুঁজে পায় ব্যাথা …
হায় কি পরিতাপ
শুধুই আওড়ে যাওয়া প্রলাপ
দেশপ্রেমিক অন্তরে জ্বলে আগুন
নিভাতে কোথায় দিবো পানি
কেবলই জলের মাঝে ঢালছি আবার জল ?
যাপিত জীবন সীমাবদ্ধতায় অচল…
দেশ দেশ
বেশ বেশ
স্বাধীন আমি
সাথে আমার স্বাধীনতা
তবুও কি অপরিসীম দুরাচারী অধীনতা…
বিয়ের পর্ব আসে
শবের যাত্রা আসে
আসে খোকা খুকু সদ্যজাত
আমার স্বদেশ মিথ্যা আদেশে অন্তঃসত্ত্বা
ন্যায় নীতি করে গর্ভপাত …
ঘৃণাপূর্ণ স্বরলিপিতে গাঁথা স্বরভাঙা স্বরগ্রাম
বুনো নকশা আঁকা ইতিহাসের ইতিকথা
বিষময়তায় বিষ দাঁতে করে ওঠে বিকট চিৎকার
কে কোথায় ,কেই বা কার
কে আপন কেইবা পর
নিজ দেশে নিজেরাই গুপ্ত অনুচর …?!