Home অন্যান্য ড. আসিফ নজরুলের পোস্টে চাঞ্চল্যকর কবিতা ‘সিঁথি’

ড. আসিফ নজরুলের পোস্টে চাঞ্চল্যকর কবিতা ‘সিঁথি’

ডেস্ক রিপোর্ট

0

সিঁথি || হাসান রোবায়েত

ভাই মরল রংপুরে সেই
রংপুরই তো বাংলাদেশ
নুসরাতেরা আগুন দিল
দোজখ যেন ছড়ায় কেশ।

কওমি তরুণ দাঁড়ায়া ছিল
কারবালারই ফোরাতে
শাহাদাতের আগুন দিয়া
খুনির আরশ পোড়াতে।

লাশের মিছিল, গণকবর
খুনির কাতান শাড়িতে
যাত্রাবাড়ি ডুইবা গেল
আজরাইলের ফাঁড়িতে।

চিরকালই স্বাধীনতা
আসে এমন রীতিতে
কত রক্ত লাইগা আছে
বাংলাদেশের সিঁথিতে।

‘সিঁথি’ কবিতার লেখকের নাম যদিও হাসান রোবায়েত কিন্তু কবিতাটি মুলত পোস্ট করেছেন বিশেষ ক্ষমতাধর ব্যক্তিত্বের অধিকারী, যিনি দেশের বর্তমান দময়ের আলোচিত একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার।

বাস্তবতার এক জলন্ত উদাহরণ তুলে ধরেছেন সিঁথি’ কবতাটিতে। কবিটি পোস্ট দেওয়া হয়েছে দশ ঘন্টা অধিক সময় হলো। এরই মধ্যে লাইক পড়েছে বিশ হাজারেরও অধিক কমেন্ট পড়েছে প্রায় ছয় হাজার আর শেয়ার পড়েছে এখন পর্যন্ত একশত একাত্তর জনের।

কবিতাটি পাঠ করে আহম্মদ উবাইদুল্লাহ আল মাহফুজ লিখেন,আমরা যে, আপনার ব্যাপারে বার বার আশাহত হচ্ছি? সেই রক্তের উত্তাপ সত্যিই কি আপনার হৃদয়ে এখনো ছুঁয়ে যায়।

নির্বান হাসান নিশাত জনাব আসিফ নজরুল এর সমালোচনা করে লিখে, “জয় বাংলা” ১৯৭১ এ যাদের পশ্চাদে আগুন লাগিয়েছিল, ২০২৪ এও তাদের পশ্চাদের আগুন লাগাচ্ছে। আজ যত লক্ষবার জয় বাংলা দেখলাম আর শুনলাম শান্তি আর সংগ্রামের জোর পেলাম আরো বেশি!শত সহস্রবার বলবো জয় বাংলা!

কাম্রুল হাসান লেমন লিখেন, এবার একটা সিরিয়াস কথা বলি, আরশ মহান আল্লাহর মহাপবিত্র আসন। এটাকে ব্যঙ্গ করা হলো না? রোবায়েত এর উচিত শব্দটা এডিট করা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version