পদত্যাগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
সূত্র মতে, ড. মোমেন গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তিনি। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদেও দায়িত্ব দেওয়া হয়েছিল।
হঠাৎ কেন জনাব ড. মোমেনকে পদত্যাগ করতে হবে প্রশ্নটি সবার মনেই ঘুরপাক খাচ্ছে। কারণ হিসেবে আবদুল মোমেন ‘ব্যক্তিগত ভাবে বলেন,
খুব শীঘ্রই জনাব আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি। বুধবারই (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিতে পারেন বলেও জানা গেছে।