আমি এখনও অনিশ্চিত স্বাধীনতা দেখি
দেখি দুরারোগ্য ব্যাধিতে বাংলাদেশ
যখন দেখি ভারতীয় এজেন্ডারা
এখনও সিংহাসনে,
দিনের আলোয় পক্ষ বাংলাদেশ
রাতের আঁধারে বিদেশ বিদেশ টানে।
আমি এখনও অবাক নয়নে দেখি
পত্রিকাদের কত রকম রুপ
টিভির চ্যানেল গুলি
সত্যি কারের দেশ প্রেমিকের হাতে
গড়ছে কি দেশ! নাকি চোরাবালি!