Home অন্যান্য সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

ডেস্ক রিপোর্ট

0
  • বাংলাদেশে ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। উচ্চ-পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে এমনই দাবি করা হয়েছে।

এমনকি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরই ভারত সীমান্তে বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলেও দাবি করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের মানুষ যখন কানাডিয়ান গায়ক ব্রায়ান অ্যাডামসের মিউজিক্যাল কনসার্টে মগ্ন ছিল, তখন বাংলাদেশের নজরদারি ড্রোন রাজ্যটির চেরাপুঞ্জি এবং শেলার কাছে ঘোরাফেরা করেছে।

সংবাদমাধ্যমটির দাবি, উচ্চ-পর্যায়ের সূত্র নর্থইস্ট নিউজকে জানিয়েছে- বাংলাদেশের কয়েকটি বায়রাক্টার টিবি-টু মনুষ্যবিহীন আকাশযানকে (ইউএভি) মেঘালয়ের চেরাপুঞ্জি এবং শেলার দক্ষিণে আন্তর্জাতিক সীমান্তের কাছে দেখা গেছে।

এসব ইউএভিগুলো (ড্রোন) বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জের উত্তরে শূন্যরেখার প্রায় ২০০ মিটার দক্ষিণে উড়ছিল বলেও ওই সূত্রগুলো দাবি করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর ঢাকায় গুরুত্বপূর্ণ সফর শেষ হওয়ার পরপরই মেঘালয় সীমান্তে বাংলাদেশি ড্রোন মোতায়েন করা হয়েছে।

নর্থইস্ট নিউজের প্রতিবেদনে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের কাছে উড্ডয়নরত এসব ড্রোনের মধ্যে একটির ট্রান্সপন্ডার কোড টিবি২আর১০৭১ (TB2R1071) এবং এটি রাজধানী তেজগাঁও এয়ারবেস থেকে পরিচালিত হচ্ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version