Home অন্যান্য শপথ নেয়ার আগেই বড় ধাক্কা খেলো ট্রাম্প!

শপথ নেয়ার আগেই বড় ধাক্কা খেলো ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট

0

শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য এই অর্থ বিলযা বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। তবে ট্রাম্পের দল রিপাবলিকানের বেশ কিছু আইনপ্রণেতা বিলটির বিরুদ্ধে ভোট দেয়

বিলটি পাস হতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে দেখা দিয়েছে সংকট। আগামীকাল শনিবার থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। যা শাটডাউন নামে পরিচিত

বৃহস্পতিবার বিলটির পক্ষে ভোট পড়ে ১৭৪টি। আর বিপক্ষে ২৩৫টি। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন তাঁর দল রিপাবলিকান পার্টির ৩৮ জন আইনপ্রণেতা এর ফলে দলটির মধ্যে দেখা দিয়েছে ফাটল।

শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে অচলাবস্থার সৃষ্টি হবে। বিমানবন্দরে চলাচল ব্যাহত হবে। সে ক্ষেত্রে আসন্ন ক্রিসমাসের ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে সরকারি তহবিলের মেয়াদ শেষ হবে। বিলটি পাস হলে তা তহবিল জোগানোর মেয়াদ বাড়াত। বিলটি পাস হতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে এখন পরবর্তী পদক্ষেপ কী হবেসে বিষয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি শুধু বলেছেনআমরা আরেকটি সমাধান নিয়ে আসব।

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version