Home অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্রনেতা নেত্রীবৃন্দকে দেশের স্বার্থে কিছু উপদেশ

বৈষম্য বিরোধী ছাত্রনেতা নেত্রীবৃন্দকে দেশের স্বার্থে কিছু উপদেশ

অনলাইন ডেস্ক

0

বৈষম্য বিরোধী ছাত্রনেতা নেত্রীবৃন্দকে দেশের স্বার্থে কিছু উপদেশ:
* বাংলাদেশের সকল স্তরের জনগণের তরফ থেকে তোমাদের সকলকে আমি আন্তরিক অভিবাদন, সালাম, শুভেচ্ছা, ও অভিনন্দন জানাচ্ছি।
* তোমাদের দুঃসাহসিক আন্দোলন ব্যতীত পতিত সরকারকে কিছুতেই অপসারণ করা সম্ভব হত না।
* পরম করুনাময় সৃষ্টিকর্তা সীমালংঘনকারীদের কে পছন্দ করেন না। পবিত্র কোরআন শরীফে পরিষ্কারভাবে তা উল্লেখ করা হয়েছে।
*ইতিপূর্বেও সিমা লম্বনকারীদের কে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ অনুপভাবে শায়েস্তা করেছেন।
* তোমাদেরকেও আল্লাহতালা ঐশ্বরিক শক্তি প্রদান করেছেন আবাবিল পাখির মত পথভ্রষ্ট দেশকে রাহমুক্ত করে পুনরায় একাত্তরের অঙ্গীকার নিয়ে সঠিক পথে ফিরে আনার জন্য।
* মনে হচ্ছে তোমরা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছ। আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং দেশের সক্রিয় নাগরিক হিসাবে বলছি, তোমরা বর্তমান পরিস্থিতিতে নুতন একটি রাজনৈতিক দল গঠন করলে তোমাদের আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক ক্ষমতা কমে যাবে।
অলরেডি কমতে শুরু করেছে তোমাদের প্রতি জনগণের ইমেজ। * কেউ হয়তো আমার মত করে তোমাদেরকে এসব কথা বলবেনা।
*আমি তোমাদেরকে দেশ ও জনগণের স্বার্থে ভালোবাসি বলেই বিষয়টি অবহিত করলাম।
*আমি জানি তোমরা আমার এই উপদেশ কে ভুল বুঝবে এবং বিভিন্ন ভাবে ব্যাখ্যা করবে। আমি তাতে কিছু মনে করি না ।
* আমাকেও আমার এলাকার শুভাকাঙ্খীরা আগামী নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য পরামর্শ দিচ্ছে।
*আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়েছি, আমাদের দেশের জনগণের যে মানসিকতা তাতে স্বয়ং নবীজি ও যদি (আল্লাহ মাফ করুক) নির্বাচনে দাঁড়ায়, জনগণ তাকে নির্বাচিত করবেন না, যদি না তিনি প্রয়োজনীয় অর্থ নির্বাচনে ব্যয় করতে রাজি হন। যদিও আমরা মিলাদ পাঠ পড়ার সময় নবীজির জন্য কান্নাকাটি করি। এই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা।
* এমতাবস্থায় তোমাদের প্রতি আমার অনুরোধ এবং নির্দেশ যাই মনে করো না কেন, সারাদেশের ছাত্র সমাজকে যুক্তির মাধ্যমে সংগঠিত কর। দেশের উন্নয়ন সম্পর্কে তোমাদের চিন্তা ও চেতনার সাথে তাদেরকে আন্তরিকভাবে সম্পৃক্ত করো।
* দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, ছাত্র সমাজের সকল ধরনের যৌক্তিক সমস্যাগুলো চিহ্নিত কর এবং সরকারকে অনুপ্রাণিত কর সেগুলো যৌক্তিকভাবে অতিসত্বর সমাধান করার জন্য।
* দেশের বেকার সমস্যা সমাধান করার লক্ষ্যে সরকারের সাথে হাত মিলিয়ে অবদান রাখো যাতে করে সরকারিভাবে প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার মানবসম্পদকে বিদেশে কর্মসংস্থান করা হয়, আমাদের সকল দূতাবাসগুলোর মাধ্যমে।
* সাত হাজারের মতো দক্ষ উচ্চপ্রশিক্ষিত, সাবেক সামরিক কর্মকর্তা বৃন্দ রয়েছেন আমাদের দেশে। দেশের স্বার্থে তাদেরকে ব্যবহার করার জন্য সরকারকে সহযোগিতা প্রদান কর।
*সামরিক বাহিনীর সাথে সুন্দর সম্পর্ক পাওয়া যায় রাখা তোমাদের অবশ্যই কর্তব্য, কারণ তারা তোমাদের প্রতিপক্ষ নন। দেশের কল্যাণে তারাও একই দলের খেলোয়াড়। তোমরা যেভাবে দেশের উন্নয়নের জন্য চিন্তা করো, সামরিক বাহিনীর প্রত্যেকটা সদস্য দেশের নিরাপত্তা ও উন্নয়ন সম্পর্কে অঙ্গীকারবদ্ধ। *কোন গোষ্ঠী তোমাদেরকে ভুল পথে পরিচালিত করলে তা উপলব্ধি করারমত ক্ষমতা তোমাদের আছে বলে আমি বিশ্বাস করি।
* তোমাদের সাহস আছে, শক্তি আছে, কিন্তু প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নেই।
*অভিজ্ঞতার অবমূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ নয়। তোমরা আমাদের দেশ ও জাতির সর্বশেষ শক্তি।
*তোমরা জনগণ ও দেশের উন্নয়নে সবকিছু বুঝে ফেলেছ তা ধারণা করার যুক্তিসঙ্গত কোন কারণ নেই। তা করলে বোকামি করবে।
*বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করাই হবে তোমাদের প্রধান কাজ।
*তাহলেই হবে তোমরা সবচেয়ে বড় শক্তি।
*তাহলে দেশ ও জাতির উন্নয়নে তোমরা যা চাইবে তাই হবে। *ভালো চাইলে ভালো হবে, মন্দ চাইলে মন্দ হবে। ভালো মন্দ বুঝতে শিখো।
*বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হও।
*ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামাইও না।
*শহীদপরিবারকে এইভাবে আর্থিক ভাবে মুক্তি পাওয়ার ব্যবস্থা কর ।
* যে সকল যোদ্ধারা হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে চিকিৎসার জন্য প্রয়োজন বোধে সরকারি খরচে বিদেশে পাঠাও।
*জনগণের আস্তা অর্জন করো কাজ ও সেবা মূলক কাজ করার মাধ্যমে ।
* এরপর সবাইকে নিয়ে ক্লাস রুমে ফিরে যাও, শিক্ষা গ্রহণ করো এবং সকল ছাত্র সমাজকে সঠিক শিক্ষায় শিক্ষা গ্রহণ করার মত শিক্ষাঙ্গনে পরিবেশ সৃষ্টি করতে সরকারকে সাহায্য কর।
*তোমরাই দেশের ভবিষ্যৎ, দেশের নেতৃত্ব তোমরাই দেবে। *তবে নিজেদেরকে সঠিকভাবে শিক্ষিত, প্রশিক্ষত ও প্রস্তুত করার পরে।
*আল্লাহ তোমাদের সকলের মঙ্গল করুন এই কামনাই করি।
*দেশ ও জনগণের কল্যাণে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক এই প্রার্থনা করি পরম করুনাময় নিকট। আমিন।

মেজর মোজাম্মেল হোসেন (অবসরপ্রাপ্ত)
ভাইস চেয়ারম্যান,
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন

নির্বাহী পরিচালক,

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারস লিমিটেড, প্রাক্তন সচিব পেট্রোল বাংলা, মোবাইল ০১৭৫৫৫৮৯৪৪১

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version