Home অন্যান্য ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশী ৮ বাংলাদেশির মরদেহ উদ্ধার

ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশী ৮ বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

0

লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীসহ ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে। ১২১ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ১৮ ডিসেম্বর ভূমধ্যসাগরে ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব তথ্য জানান।

মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, মৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশী এর প্রাথমিক সত্যতা মিলেছে।

তিনি আরও জানান, জীবিতদের বর্তমানে ত্রিপলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে জাওয়াইয়া শহরে রাখা হয়েছে। মৃতদের পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলেও শঙ্কা করা হচ্ছে। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের জন্য বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version