Home অন্যান্য দীর্ঘ ৮ বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে অবশেষে হেরে গেলেন অধ্যাপক শুভাগত চৌধুরী

দীর্ঘ ৮ বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে অবশেষে হেরে গেলেন অধ্যাপক শুভাগত চৌধুরী

অনলাইন ডেস্ক রিপোর্ট

0

চিকিৎসক ও লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ বুধবার সকাল ৮টার আগেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী জানান, দীর্ঘ প্রায় ৮ বছর মাল্টিপল মায়েলোমা নামক রক্তের ক্যান্সারে ভুগছিলেন তিনি। সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাকে ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে শেষকৃত্য নিয়ে সীদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

জানা গেছে, ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন শুভাগত চৌধুরী। বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেন।

চিকিৎসাবিজ্ঞানে তিনি অসংখ্য গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ রচনা করেছেন। তার গবেষণার মূল বিষয় ছিল প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষা পদ্ধতি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version