Home আর্ন্তজাতিক ইতালি থেকে আসা বিমানে তল্লাশির করে যা জানা গেল

ইতালি থেকে আসা বিমানে তল্লাশির করে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট

0

ইতালির রোম থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানটি তল্লাশি করে বোমা সাদৃশ্য কিছু পাওয়া যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিমানটিতে তল্লাশি অভিযান শেষে এ তথ্য জানানো হয়।

এর আগে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় বিজি-৩৫৬ ফ্লাইট। ঢাকায় আসার সময় ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। পরে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ বিমান ক্রুর সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। বিমানটিতে তল্লাশি শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

বোম্ব ডিসপোজাল ইউনিট জানায়, বিমানের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালিয়েছেন তারা। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল। সেগুলো একে একে তল্লাশি করা হয়।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version