Home আর্ন্তজাতিক ইন্ডিয়া থেকে আসা মদ জব্দ করলো বিমান বন্দরের কুকুর

ইন্ডিয়া থেকে আসা মদ জব্দ করলো বিমান বন্দরের কুকুর

অনলাইন ডেস্ক রিপোর্ট

0

ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড।

বুধবার (২২ জানুয়ারি) ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’র সাহায্যে এসব উদ্ধার করা হয়।

কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো-6E1107 ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭নং লাগেজ বেল্টে দুটি বেনামি লাগেজ পাওয়া গেলে বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক হয়।

পরে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ তাদের ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে শনাক্ত করে।

সবার উপস্থিতিতে ওই ব্যাগেজ ২টি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার ও জব্দ করা হয়। ব্যাগ দুটোর মালিক শনাক্ত করা সম্ভব না হলে কাস্টম কর্মকর্তার নির্দেশে ওই মালামাল দাবিবিহীন আটক করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে জানান – ‘প্রশিক্ষিত ডগ স্কোয়াড দ্বারা আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই অঙ্গীকারবদ্ধ।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version